সিলেটে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

২ সপ্তাহ আগে
সিলেটে গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নে বালু তুলতে গিয়ে বাচ্চু মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের জাফলং চা-বাগানের কাছে নদীর তীরে বালু তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।


মৃত বাচ্চু মিয়া গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তির মৃত হাবিব মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, বালু তোলার সময় হঠাৎ পাড়ের মাটি ও বালু ধসে পড়লে বাচ্চু মিয়া সে জায়গা থেকে সরতে না পেরে গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২


এ ঘটনায় গোয়াইনঘাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্গে মর্গে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন