সিলেটে ফেনসিডিলসহ গ্রেফতার ৯

৩ সপ্তাহ আগে
সিলেটের এয়ারপোর্ট ও কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেনসিডিলসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেট এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট গেইটের সামনে পাঁকা রাস্তা থেকে সিলেটগামী একটি সাদা রংয়ের হায়েস থামানোর চেষ্টা করলে ৬ জন ব্যক্তি পালানো চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। এ হায়েস গাড়ির পেছনের সিটের ওপরে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার কর হয়। বৃহস্পতিবার রাতে অপর একটি অভিযানে কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ বাজারের বিসমিল্লাহ রেস্ট হাউজ থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ২ জন এবং একই থানার টুকের বাজার থেকে ২১ বোতল ফেনসিডিলসহ আরও ১ জনকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের মাদককারবারি গ্রেফতার

 

র‍্যাব ৯- এর অতি. পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দ আলামতসহ গ্রেফতার ব্যক্তিদেরকে সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন