শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের মতবিনিময় সভা এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতা, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার সিলেট জেলার ১৩ উপজেলায় ৪৫৫ মণ্ডপে পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: উৎসাহ ও উদ্দীপনায় শেষ হলো কুমারী পূজা, শুরু নবমীর তিথি
সভায় পুলিশ সুপার জানান, দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র্যাব-পুলিশের টহল।
এ ছাড়া কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে বলেও জানানো হয়।