২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। একই দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস।
সিলেটে বিপিএল শুরু হওয়ায় সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।
আরও পড়ুন: বিপিএল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস
এদিকে বিপিএলে এবারই প্রথমবার একই দলের হয়ে খেলবেন বাবা ও ছেলে। নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মাঠ মাতাবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। বুধবার রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন নবীর ছেলে ইসাখিল। তার সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের হায়দার আলী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানিয়েছেন, আজই দলের সঙ্গে যোগ দেবেন হাসান ইসাখিল।
বিপিএলে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা প্রথমবার হলেও ক্রিকেটে এটি প্রথম নয়। এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।
আরও পড়ুন: বিপিএলে সেরা উইকেট শিকারি হতে চান হাসান মাহমুদ
নবীর ছেলে হাসান ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে জাতীয় দলে এখনও তার অভিষেক হয়নি।
বিপিএলের গত আসরে মোহাম্মদ নবী খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। যদিও এবার বিপিএলে দল নেয়নি ফরচুন বরিশাল। এর আগেও বিপিএলে বেশ কয়েকটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে নবীর।
নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:
সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, সেদিকউল্লাহ আতাল, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, জহির খান ও হাসান ইসাখিল।
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·