রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস, ইন্টার্ন ডিউটি সহ কলেজ ইনস্টিটিউটের সব কার্যক্রম বন্ধ রেখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় প্রতিবাদ মূখোড় পরিবেশে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক কিংবা ডিগ্রির সমমান করার দাবিতে সিলেট জেলা ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে অবস্থান ও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন পাঁচশত শিক্ষার্থী।
আরও পড়ুন: মানসিক চাপ দূর করতে চবিতে ১০ কিলোমিটার ম্যারাথন
এর আগে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্লে কার্ড হাতে দলে দলে মিছিল নিয়ে উপস্থিত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে একদফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘তিন বছর ইংলিশ ভার্সনে কঠোর একাডেমিক কোর্স সম্পন্ন করার পর ছয় মাস ইন্টার্নশিপ করেও আমাদের কোর্সকে এখনও এইচএসসি সমমান হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
এটি সম্পূর্ণ অবিচার ও বৈষম্য উল্লেখ করে তারা বলেন, ‘কেন আমরা এইচএসসি সমমানেই পড়ে থাকব, যেখানে আমাদের পড়াশোনা ও প্রশিক্ষণ উচ্চমানের।’
আরও পড়ুন: স্যালাইনের মেয়াদ শেষ ২৪ সালে তবু রোগীকে পুশ করলো নার্স!
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা কোনো ঝামেলা ছাড়াই আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান চাই। এটি আমাদের প্রধান ও একমাত্র দাবি।’
সমাবেশ পরবর্তী একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে চৌহাট্টা এসে শেষ হয়।