বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছানাকান্দি এবং কালাইরাগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্তদানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধ নৌকা জব্দ করে।
আটক মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
এ দিকে সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ওই মালামাল জব্দ করা হয়।
এসব চোরাচালানির মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির গোয়ান্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।