সিলেটে একমাসে ৭২৫ অপরাধী গ্রেফতার, উদ্ধার ১৪ ভিকটিম

২ সপ্তাহ আগে
সিলেট মহানগর জুড়ে টানা অভিযানে এক মাসে ৭২৫ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৪ জন ভিকটিম।

রোববার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, নগরীতে অপরাধপ্রবণতা কমিয়ে আনতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এতে ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। অক্টোবর মাসে সিলেট মহানগর এলাকার বিভিন্ন থানা থেকে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক ব্যবসায়ী, ১২২ জন জুয়াড়ি এবং ১৯ জন অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিকে আটক করা হয়।


এর বাইরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে ১৪ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলেও জানান এডিসি সাইফুল ইসলাম।


আরও পড়ুন: রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪


তিনি বলেন, ‘সিলেট মহানগরীতে অপরাধপ্রবণতা হ্রাসে আমাদের অভিযান চলমান। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে।’


এছাড়া অক্টোবর মাসেই সিলেট মহানগর পুলিশ ১ হাজার ৯৯১টি অবৈধ যানবাহন জব্দ করেছে। এসবের মধ্যে বেশিরভাগই ব্যাটারিচালিত অটোরিকশা বলে জানিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন