সিলেটে অবৈধ যানবাহনের শোরুম অপসারণে কঠোর নির্দেশ, অভিযান ১৬ অক্টোবর

১১ ঘন্টা আগে
সিলেট মহানগর এলাকায় অবৈধভাবে স্থাপিত যানবাহনের শোরুম অপসারণে কঠোর অবস্থানে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি জারি করে এসএমপি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মহানগর এলাকার সব অবৈধ শোরুম থেকে যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে দখল করা সড়ক, ফুটপাত কিংবা সরকারি জায়গা থেকে যানবাহন না সরালে ১৬ অক্টোবর থেকে অভিযান শুরু হবে। এ সময় অবৈধ শোরুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।


আরও পড়ুন: কচুয়ায় সড়কের পাশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি, যানজট বৃদ্ধি এবং নগরীর সৌন্দর্য নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব অবৈধ যানবাহন শোরুম। এজন্যই নগরবাসীর সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।


সড়কের জায়গা দখল করে শোরুম বসানো বন্ধ হলে যানজট অনেকটা কমবে, পথচারীরাও স্বস্তি পাবেন।


সূত্র জানায়, অভিযান পরিচালনায় এসএমপির ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত একযোগে অংশ নেবে।

]]>
সম্পূর্ণ পড়ুন