রোববার (২২ জুন) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে ক্বীন ব্রিজে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি। পরে আশপাশের লোকজন ৯৯৯- এ কল দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।
আরও পড়ুন: সিলেটে জুলাইযোদ্ধাকে কিল-ঘুষি, এএসআই প্রত্যাহার
ওসি মো. জিয়াউল হক আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পিবিআই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: সিলেট সীমান্তের ওপারে ঝুলছে বাংলাদেশির মরদেহ
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে লোকটি মারা গেছে।
]]>