সিলেট সীমান্তে ২ কেটি ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৩ দিন আগে
সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (২৮ সেপ্টেম্বর) সীমান্তবর্তী নোয়াকোট, সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ, বাংলাবাজার, প্রতাপপুর, সোনালীচেলা ও উৎমা বিওপি সীমান্তে এ অভিযান চালানো হয়।

এ সময় ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পিয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু, টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করেছে বিজিবি।


সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে একটি নৌকাও জব্দ করা হয়েছে। জব্দ করা চোরাচালানী মালামালের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।


সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সিলেট সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ক্রমশ বেড়েই চলেছে। সন্ধ্যার পর থেকে বিশেষ করে তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও সোনালীচেলা দিয়ে এসব পণ্য ঢুকছে।


আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, মন্দিরগুলোতে টহল জোরদার


তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন