স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম জানান, শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩০)।
তিনি জানান, আব্দুর রহমানসহ আরও ছয়জন ভারতীয় মহিষ ব্যবসায়ীর কাছ থেকে মহিষ কিনে শুক্রবার দুপুরে বাংলাদেশে ফেরার পথে আন্তর্জাতিক পিলার নং ১৩৩৮-৩৯ নং এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে থাকা অবস্থায় বিএসএফ হঠাৎ গুলি চালায়। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন।
তাৎক্ষণিকভাবে ডোনা ক্যাম্পের বিজিবি ভারত সীমান্তের বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে। তারা দাফতরিক কাজ শেষে শনিবার বিকেলে আব্দুর রহমানের মরদেহ ফেরত দেয়ার কথা জানিয়েছেন। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি বিজিবির সঙ্গে ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানান।
আরও পড়ুন: ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, মরদেহ গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে মরদেহ হস্তান্তরের কাজ শেষ হবে বলে তিনি জানান।