৬ জেলেকে ডুবিয়ে চলে গেল বাল্কহেড, একজন নিখোঁজ

১৪ ঘন্টা আগে
মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আশপাশের নৌ যানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জ থেকে অপহরণ করা বাল্কহেড বরিশালে উদ্ধার, গ্রেফতার ২

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন: রেলসেতুর পিলারে ধাক্কা লেগে মেঘনায় ডুবলো বাল্কহেড

 

নিখোঁজ শরীফের স্বজনরা নদী তীরে অপেক্ষা করছে  এবং ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়রাও খোঁজাখুঁজি করছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন