সিলেট পর্বের মিউজিক ফেস্ট মাঠে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মিউজিক ফেস্ট। সর্বোচ্চ ৪ হাজার টাকায় মিলবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। সিলভার ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। আর ৫০০ টকার টিইটে অনুষ্ঠান উপভোগ করা যাবে গ্যালারি থেকে।
অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া সরাসরি সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকেও টিকিট কেনা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও এই কনসার্টের টিকিট পাওয়া যাবে। কনসার্টের গেট দুপুর ২টায় খোলা হবে। গেট বন্ধ হবে বিকেল ৫টায়।
আরও পড়ুন: পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সিলেট পর্বে মঞ্চ মাতাবেন দেশের নামকরা সংগীত তারকারা। যুব ও তারুণ্যের উৎসব শিরোনামের এই কনসার্ট মাতাবেন নগরবাউল খ্যাত জেমস। আরও থাকছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তসিবা।
এবার বিপিএলের তিন ভেন্যুতেই কনসার্টের আয়োজন করেছে বিসিবি। সিলেট পর্বের পর চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট।