সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

২ সপ্তাহ আগে
সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে 'সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট'। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী ম্যাচে পদ্মা প্লাটুন ৩ উইকেটে কুশিয়ারা ক্রীড়া চক্রকে পরাজিত করে।  


মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের সঙ্গে পরিচিত হন।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে তো বাংলাদেশ?

উদ্বোধনী ম্যাচে টসে জিতে কুশিয়ারা ক্রীড়া চক্র সব ক'টি উইকেট হারিয়ে ১০৯ রান করে। জবাবে পদ্মা প্লাটুন ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে শুভ সূচনা করে। পদ্মার রাহি ম্যান অব ম্যাচ নির্বাচিত হন।


টুর্নামেন্টে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর, বাসিয়া টাইটানস, এই ছয়টি দল অংশ নিচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন