সিলেট টাইটান্সে যোগ দিলেন আফগান তারকা

২ সপ্তাহ আগে
সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সরাসরি চুক্তিতে এই তারকাকে দলে টেনেছে দলটি। আজ (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ওমরজাইকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে তারা।

ফ্র‍্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, সিলেট পর্বের শেষ ম্যাচে খেলার কথা রয়েছে ওমরজাইয়ের। আগামী ১ জানুয়ারি সিলেট পর্বে সিলেটের শেষ ম্যাচ। অর্থাৎ ১ জানুয়ারির আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন ওমরজাই।


বর্তমানে গালফ জায়ান্টসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন ওমরজাই। সেখানে আজ তার দলের গ্রুপপর্বের শেষ ম্যাচ।


আরও পড়ুন: মেলবোর্ন টেস্ট দুই দিনে শেষ হওয়ায় স্তম্ভিত খোদ কিউরেটরও


 


সিলেটি ভক্তদের উদ্দেশে আজ পাঠানো এক ভিডিওবার্তায় ওমরজাই বলেন, 'সিলেট টাইটান্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত।' সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, 'আমরা হক্কল সিলেটি, আমরা টাইটান্স, এবার কিন্তু অইযিবো।'

]]>
সম্পূর্ণ পড়ুন