শনিবার (২৮ জুন) সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি চোরাচালানী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
আরও পড়ুন: কুমিল্লায় দেদারছে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন থেকে ট্রাকে নেয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুরে যৌথ অভিযানে ভারতীয় শাড়ি এবং কসমেটিকস সামগ্রী আটক করে।
সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সময় সংবাদকে জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।