সে অনুযায়ী সিলেটের বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে বিমানবন্দরে সব কর্মীদের উপস্থিত থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিলেও শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত পাল্টে বিমানের পরিবর্তে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন।
এতে বিমানবন্দরে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির ৫ মে’র সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
শনিবার (৩ মে) রাত ৮ টায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী।
আরও পড়ুন: লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাস
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। আর তাই সিলেট জেলা-মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না যাওয়ার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ নির্দেশনার পর বিমানবন্দরে আয়োজিত কর্মসূচিগুলো থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে ঢাকায় সোমবার বেগম জিয়ার দেশে ফিরে আসা ও বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত যাত্রাকে ঘিরে অনেকটাই উৎসবের আমেজ বিরাজ করছে কর্মী সমর্থকদের মাঝে।