সিরিয়ায় সংঘাত এড়াতে আজারবাইজানে বসছে তুরস্ক-ইসরাইল

৪ সপ্তাহ আগে
সিরিয়ায় ইসরাইলের সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বুধবার (৯ এপ্রিল) তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় সংঘাত নিরসনের জন্য ইসরাইলের সঙ্গে তুরস্কের কারিগরি আলোচনা চলছে।

 

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা জোরদারের এক সপ্তাহ পর ফিদানের এই মন্তব্য এল। ইসরাইলের অভিযোগ, তুরস্ক সিরিয়াকে তুর্কির ‘সুরক্ষিত অঞ্চলে’ পরিণত করার চেষ্টা করছে।

 

তুরস্কের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করেছে ইসরাইলও। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনার লক্ষ্য ‘নিরাপত্তা স্থিতিশীলতা’ রক্ষা করা।

 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের মধ্যস্থতায় দুই দেশ সরাসরি আলোচনায় বসেছে।

 

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

 

নেতনিয়াহুর কার্যালয় আরও জানায়, আলোচনায় দুই পক্ষই নিজেদের স্বার্থ তুলে ধরেছে এবং নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষার জন্য যোগাযোগের চ্যানেল অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

 

গত সপ্তাহে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তুর্কি সামরিক দলগুলো সিরিয়ায় কমপক্ষে তিনটি বিমান ঘাঁটি পরিদর্শন করেছে। যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের বাহিনী মোতায়েন করতে পারে।

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও আমরা সিরিয়ায় কিছু অভিযান পরিচালনা করছি, তারপরও ইসরাইলের সঙ্গে সংঘাত নিরসন একটি ব্যবস্থা থাকা দরকার, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আমাদের যে ব্যবস্থা রয়েছে তার অনুরূপ।

 

দুই দেশের মধ্যে প্রযুক্তিগত যোগাযোগ রয়েছে জানিয়ে ফিদান বলেন, ইসরাইলের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা শুধুমাত্র সিরিয়ায় সংঘাত নিরসনের জন্য, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে নয়।

 

আরও পড়ুন: গাজা বিশ্ববিদ্যালয় এখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল

 

ন্যাটো সদস্য তুরস্ক ২০২৩ সাল থেকে গাজায় ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করে আসছে। দেশটির অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলায় যোগদানের জন্য আবেদন করেছে এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। যদিও ইসরাইল গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে।

 

ফিদান গত সপ্তাহে রয়টার্সকে বলেন, তুরস্ক সিরিয়ায় ইসরাইলের সঙ্গে কোনো সংঘাত চায় না। তবে সেখানে সামরিক স্থাপনাগুলোতে বারবার ইসরাইলি হামলা নতুন সরকারকে ইসলামিক স্টেটসহ অন্যান্য শত্রুদের হুমকি মোকাবিলা করার ক্ষমতাকে দুর্বল করছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন