প্রতিবেদন মতে, গত শুক্রবার (২৫ জুলাই) ভোরে সিরিয়ার আলেপ্পো অঞ্চলের আল বাব এলাকায় স্থল অভিযান চালিয়ে আইএস নেতা দিয়া জাওবা মুসলিহ আল হারদানিকে হত্যা করে মার্কিন বাহিনী।
একই সঙ্গে নিহত হন তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আবদাল্লাহ দিয়া আল হারদানি এবং আবদ আল রহমান দিয়া জাওবা আল হারদানিও নিহত হয়, যারা আইএসের সঙ্গেই জড়িত ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা মার্কিন ও মিত্র বাহিনী ছাড়াও নতুন সিরীয় সরকারের জন্যও হুমকি হয়ে উঠেছিল। এক মার্কিন সামরিক কমান্ডার বলেন, আইএস সন্ত্রাসীদের আমরা তাদের ঘুমানোর জায়গাতেও নিরাপদ থাকতে দেব না।
আরও পড়ুন: সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১২
গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনী সিরিয়া ও ইরাকে জোট ও অংশীদার বাহিনীর সঙ্গে মিলে আইএসবিরোধী অভিযান চালিয়ে আসছে।
গত মে মাসে মার্কিন বাহিনী ইরাকে পাঁচটি এবং সিরিয়ায় একটি অভিযান পরিচালনা করে। এতে দুই আইএস সদস্য নিহত হয় এবং আরও দু’জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন আইএস নেতা ছিল।