সিরিয়ায় পাইলটকে পুড়িয়ে হত্যা, সুইডেনে আইএস সদস্যের যাবজ্জীবন

২ সপ্তাহ আগে
সিরিয়ায় ১০ বছর আগে এক পাইলট হত্যার দায়ে সুইডেনে জঙ্গি গোষ্ঠী আইএসের এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গত (বৃহস্পতিবার (৩১ জুলাই) সুইডেনের একটি আদালত এই সাজা ঘোষণা করেন।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ায় জর্ডানের বিমান বাহিনীর পাইলট মোয়াজ আল কাসাবেহকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে ইসলামিক স্টেট বা আইএস-এর সন্ত্রাসীরা। আইএসের বিরুদ্ধে অভিযানের সময় সিরিয়ায় মোয়াজের যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তাকে আটক করা হয়।

 

পুড়িয়ে হত্যা করার আগে ২৬ বছর বয়সি পাইলট মোয়াজকে জোর করে একটি খাঁচায় বন্দি করেন আইএস সদস্য ওসামা ক্রায়েম। এমনকি মোয়াজকে যখন জীবন্ত পোড়ানো হচ্ছিল, তখন এর ভিডিও ধারণ করেন ওসামা যা সেই সময় অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

 

সুইডেনের আদালত সেই অপরাধেই ওসামাকে সাজা দিয়েছে। জীবন্ত পুড়িয়ে মারার কুখ্যাত ওই ঘটনায় এটাই প্রথম সাজা। তবে ক্রায়েম এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি হত্যার পরিকল্পনা সম্পর্কে অবগত নন।

 

আরও পড়ুন: রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দিলেন জেলেনস্কি

 

বিচারক তার রায়ে বলেন, ‘তদন্তে দেখা গেছে, অপরাধী ওই ঘটনাস্থলে ইউনিফর্ম পরে সশস্ত্র অবস্থায় উপস্থিত ছিলেন। এই গোটা ঘটনাটি ঘটার সময়ে তিনি ভিডিও রেকর্ডিং-এও সম্মতি দিয়েছিলেন।’

 

পাইলট মোয়াজের গায়ে অন্য এক সন্ত্রাসী আগুন লাগালেও বিচারক জানান, ‘ওই ঘটনায় ওসামাও জড়িত ছিলেন। বিচারক বলেন, ‘অভিযুক্ত এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত এবং ঘটনাটি ঘটায় সাহায্য করেছেন। ফলে তিনি অপরাধী।’

 

৩২ বছর বয়সি ক্রায়েম ইতিমধ্যেই ২০১৫ সালের প্যারিস হামলায় ভূমিকার জন্য ৩০ বছরের কারাদণ্ড এবং ২০১৬ সালের ব্রাসেলস হামলার জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। স্টকহোমের আদালত তাকে দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। 

 

আরও পড়ুন: ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

 

তথ্যসূত্র: বিবিসি ও ডয়চে ভেলে

]]>
সম্পূর্ণ পড়ুন