সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
সিরিয়ার নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এসেছে।
এছাড়া বিদ্রোহী হায়াত তাহরির আল-শামের শীর্ষনেতা নেতা মুরহাফ আবু কাসরাকে অন্তর্বর্তী সরকারে প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ার বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে আসবে তুরস্ক!
প্রতিবেদনে বলা হয়েছে, আবু কাসরা এবং আল-শিবানী এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানির ঘনিষ্ট। সূত্র জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকার উৎখাতে আবু কাসরা অসংখ্য সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।
সানা জানিয়েছে, শনিবার নতুন সিরিয়ায় সামরিক প্রতিষ্ঠানের রূপ নিয়ে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন এইচটিএস প্রধান আহমেদ আল শারা ওরফে আবু মোহাম্মদ জোলানি।
এদিকে সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন আবু মোহাম্মদ জোলানি।
আরও পড়ুন: সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করতে চান জোলানি
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আশারক আল আওসাতকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, আসাদের পতনের মধ্যে দিয়ে ইরান বিপদে পড়েছে। তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি। আর এ কারণেই মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
]]>