আসাদ সরকারের পতনের পরও অস্থিরতা কমছে না সিরিয়ায়। দেশটির উত্তরাঞ্চলে সংঘাতে জড়িয়ে পড়েছে তুর্কিপন্থি বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি যোদ্ধারা।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে এরইমধ্যে বহু মানুষ হতাহত হয়েছেন।
আরও পড়ুন: রাশিয়ায় বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টা!
শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে নিহতদের মধ্যে বেশিরভাগই তুর্কিপন্থি যোদ্ধারা। কুর্দিদের দাবি, তুরস্কের ভাড়াটে সেনাদের ড্রোন ও বিমান ব্যবহার করে চালানো হামলা প্রতিহত করা হয়েছে।
এদিকে, চলমান অস্থিরতার মধ্যে নতুন সিরিয়া পুনর্গঠনে বিভিন্ন দেশ সফর করছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ একটি প্রতিনিধি দল।
রোববার কাতারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাসান আল শাইবানি।
আরও পড়ুন: সিরিয়ায় সাধারণ নির্বাচন আয়োজনে ৪ বছর লাগতে পারে: আহমেদ আল শারা
তবে, গোলান মালভূমির বাফার জোনে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। রোববারও এলাকাটিতে বেশ কয়েকটি সামরিক যানের তৎপরতা লক্ষ্য করা গেছে। বাশার আল-আসাদের পতনের পরপরই গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করে নেতানিয়াহু বাহিনী।
]]>