গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের সুযোগে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরাইল।
বুধবার (১৯ নভেম্বর) সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।
নেতানিয়াহুর সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দেখা যায়, সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা
ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরাইলের প্রধানমন্ত্রীকে।
এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে সিরিয়া ও জাতিসংঘ। বুধবার (১৯ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি ইব্রাহিম ওলাবি বলেন, ‘আমাদের সরকার এই উসকানিমূলক সফরের কঠোর নিন্দা জানাচ্ছে। এটি ইসরাইলের সিরিয়া ও সিরিয়ার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনেরই প্রতীক।’
তিনি আরও বলেন, ‘আমরা জাতিসংঘ ও এই পরিষদকে আবারও আহ্বান জানাই—এই লঙ্ঘনগুলো বন্ধে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নিতে, যেন এগুলো পুনরায় ঘটতে না পারে। দখলদারিত্বের অবসান ঘটাতে এবং সংশ্লিষ্ট সব প্রস্তাব, বিশেষ করে ১৯৭৩ সালের আরব–ইসরাইল যুদ্ধের পর গৃহীত ১৯৭৪ সালের চুক্তি কঠোরভাবে প্রয়োগ করতে।’
আরও পড়ুন: গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২৮
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নেতানিয়াহু ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সফরকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন।
এক বিবৃতিতে তিনি সম্প্রতি নিরাপত্তা পরিষদে গৃহীত জাতিসংঘের প্রস্তাব ২৭৯৯ ‘সিরিয়ার পূর্ণ সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার’ কথা পুনর্ব্যক্ত করেছেন।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·