সিরিয়ার প্রেসিডেন্টের সাবেক সংগঠনের সন্ত্রাসী তকমা উঠিয়ে নিল ‍যুক্তরাষ্ট্র

২ সপ্তাহ আগে
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সাবেক সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সন্ত্রাসী তকমা উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ক্ষমতা দখলের পরপরই নিজ সংগঠন নিষ্ক্রীয় ঘোষণা করেছেন আল শারা। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গত সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে এইচটিএসের সন্ত্রাসী তকমা প্রত্যাহারের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ 

 

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের অপর নাম এইচটিএস। ২০১৬ সালে এটাকে স্বাধীন সংগঠন ঘোষণা করেন আহমেদ আল শারা। সেই সময় জঙ্গি নেতা হিসেবে তার নাম ছিল মোহাম্মদ আল জোলানি।

 

আল কায়েদার সঙ্গে সম্পর্কের কারণে ২০১৮ সালে একেও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে ওয়াশিংটন। এমনকি আহমেদ আল শারার মাথার বিনিময়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে।

 

গত বছরের শেষের দিকে এই আহমেদ আল শারার নেতৃত্বে আকস্মিক অভিযানের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক এইচটিএস নেতা আহমেদ আল শারা। এরপর এইচটিএসকে নিষ্ক্রীয় ঘোষণা করেন তিনি।

 

আরও পড়ুন: সিরিয়ার সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্কে যুক্তরাজ্য, বিশাল আর্থিক সহায়তার ঘোষণা

 

বাশার আল আসাদের পতন ও সাবেক জঙ্গি আহমেদ আল শারা সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো দ্রুতই সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পশ্চিমা অনেক নেতা সম্প্রতি তার সঙ্গে বৈঠক করেছেন।

 

শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় আরোপ করা হয়েছিল। এবার এইচটিএসকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’র তালিকা বাদ দেয়া হলো।

 

রুবিও বলেন, ‘গত ১৩ মে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি অনুসারে আমি অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে আল-নুসরা ফ্রন্ট, যা হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামেও পরিচিত, এর বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) তকমা প্রত্যাহার ঘোষণা করছি।’

 

আরও পড়ুন: সিরিয়ার নতুন জাতীয় প্রতীক উন্মোচন করলেন প্রেসিডেন্ট আল শারা

 

দামেস্ক মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে একে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অভিহিত করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা ‘একটা ইতিবাচক পদক্ষেপ যা পূর্বে গঠনমূলক যোগাযোগকে বাধাগ্রস্ত করেছিল’।

 

]]>
সম্পূর্ণ পড়ুন