সিরিয়ার জন্য নবীজি (সা.) যে দোয়া করেছিলেন

২ সপ্তাহ আগে
ইসলামে শাম অঞ্চল একটি বরকতময় ভূমি হিসেবে সুপরিচিত। শাম শুধু একটি ভূখণ্ড নয়, এটি বহু নবী-রসুলের স্মৃতিধন্য ও পবিত্র কোরআন ও হাদিসে বারবার উল্লিখিত একটি অঞ্চল। আল্লাহ তাআলা এই ভূমিকে ‘পবিত্র ভূমি’ বলে অভিহিত করেছেন আর প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য বিশেষভাবে দোয়া করেছেন।

ইসলামের ইতিহাসে শামের মর্যাদা, নবী-রসুলদের স্মৃতি ও নবীজি (সা.)-এর দোয়াগুলো মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

আরও পড়ুন: মাত্র ৯ মাসে কোরআনের হাফেজা ৬ বছরের সাফিয়্যা 

 

নবী-রসুলদের স্মৃতিধন্য শাম

 

শাম অঞ্চলে অনেক নবী-রসুলের বসবাস ও কর্মজীবন অতিবাহিত হয়েছে। হজরত ইবরাহিম (আ.) নিজের জন্মভূমি ছেড়ে শামে হিজরত করেন এবং জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান। তার মৃত্যুও শামে হয় ও তার কবরও এই অঞ্চলে।

 

হজরত মুসা (আ.) আল্লাহর নির্দেশে বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে শামের দিকে রওনা দেন। শামেই জন্মগ্রহণ করেন হজরত ইসা (আ.)। এ ছাড়া হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.), হজরত ইউসুফ (আ.), হজরত দাউদ (আ.), হজরত সুলাইমান (আ.)-সহ আরও বহু নবী-রাসুল শামে বাস করেছেন।প্রাচীন শাম অঞ্চল বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ডে বিভক্ত।

 

শামের জন্য নবীজি (সা.)-এর দোয়া

 

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকালে শামের জন্য বিশেষ দোয়া করেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, শাম একদিন মুসলমানদের অধিকারে আসবে। তার দোয়াটি হলো, اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَبَارِكْ لَنَا فِي يَمَنِنَا উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ওয়া বারিক লানা ফি ইয়ামানিনা।

 

অর্থ: হে আল্লাহ! শামের প্রতি আমাদের জন্য বরকত দান করুন। হে আল্লাহ! ইয়েমেনের প্রতি আমাদের জন্য বরকত দান করুন।

 

সাহাবিগণ যখন নাজদের জন্য দোয়া করার অনুরোধ করলেন, তখন নবীজি (সা.) বারবার শাম ও ইয়েমেনের জন্য বরকত চাইলেন। তিনি নাজদ সম্পর্কে বললেন,

 

ওখানে ভূমিকম্প ও ফিতনা সংঘটিত হবে এবং ওখান থেকে শয়তানের শৃঙ্গ উদিত হবে। (সহিহ বুখারি: ১০৩৭)

 

শামের বিজয়


নবীজি (সা.)-এর ওফাতের কিছু বছরের মধ্যেই খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে মুসলমানরা শাম জয় করেন এবং নবীজি (সা.)-এর ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়।

 

আরও পড়ুন: মাত্র ৮ মাসে হাফেজ হলেন ৮ বছরের ওমর

 

শাম ইসলামের ইতিহাসে শুধু একটি ভূখণ্ড নয়, এটি আধ্যাত্মিকতার প্রতীক। নবী-রসুলদের পদচারণা ও নবীজি (সা.)-এর দোয়ায় শামের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। মুসলমানদের জন্য শাম অঞ্চল অনুপ্রেরণা ও ঐতিহাসিক গৌরবের স্থল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শামসহ সমগ্র মুসলিম ভূমিকে হেফাজত করেন এবং তার বরকত আমাদের জীবনে ছড়িয়ে দেন। আমিন।

]]>
সম্পূর্ণ পড়ুন