সিরিয়ার আকাশে ‘মুখোমুখি’ ইসরাইল-তুরস্কের যুদ্ধবিমান!

৩ সপ্তাহ আগে
দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরাইলি হামলার সময়, ইসরাইলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধবিমানগুলো ‘নজরদারি ফ্লাইট’ পরিচালনা করেছে বলে জানা গেছে।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

 

প্রতিবেদন অনুসারে, তুর্কি এফ-১৬ বিমানগুলো ইসরাইলি যুদ্ধবিমানকে সতর্কীকরণ সংকেত পাঠিয়েছিল। উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগও স্থাপন হয়, যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। 

 

আরও পড়ুন: ইসরাইলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্লাইট চলাচল স্থগিত

 

তুর্কি ওয়েবসাইট সোজকু-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এন১২ জানিয়েছে, ব্যাপক ইসরাইলি হামলার সময় তুর্কি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং ইসরাইলি বিমানগুলোকে ‘সতর্কীকরণ বার্তা’ পাঠায়। 

 

জানা গেছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে ‘তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

 

এন১২ বলছে, একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরাইল। যার মধ্যে তুর্কিপন্থি সিরিয়ান একটি গোষ্ঠীও রয়েছে, যারা তুরস্ক থেকে অস্ত্র, রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। 

 

আরও পড়ুন: সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরাইলের হামলা!

]]>
সম্পূর্ণ পড়ুন