সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ফের চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

৬ দিন আগে
সিরিয়ার দামেস্ক বিমানবন্দর আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এ খবর জানায় দ্য ন্যাশনাল নিউজ।

গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়। প্রায় এক মাস পর বিমানবন্দরটি আবারও চালু হচ্ছে। 

 

শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে সিরিয়ার সিভিল অ্যাভিয়েশন অথোরিটি প্রধান আশহাদ আল সালিবি বার্তা সংস্থা সানাকে বলেন, ‘আমরা ঘোষণা করছি যে আগামী মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।’

 

‘আমরা আরব এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আশ্বস্ত করছি যে, আমরা আমাদের অংশীদারদের সহায়তায় আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরকে সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে আছি যাতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে সক্ষম হয়।’

 

বন্ধ হওয়ার ১০ দিন পরই গত ১৮ ডিসেম্বর মামেস্ক বিমানবন্দর থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইট উড্ডয়ন করে যা রাজধানী দামেস্ক থেকে উড়ে উত্তরের শহর আলেপ্পোতে অবতরণ করে।

 

আরও পড়ুন: বুলেটপ্রুফ ভেস্ট পরে সিরিয়া সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

 

এটা ছিল বাশার আল আসাদের শাসনের অবসানের পর প্রথম ফ্লাইট। এরপর ত্রাণ সহায়তা এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদল বহনকারী বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করেছে।

 

সবশেষ আজ শনিবার (৪ জানুয়ারি) মিশরের একটি ত্রাণ সহায়তা বহনকারী বিমান দামেস্ক বিমানবন্দরে অবতরণ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক কার্গো বিমানটি ১৫ টন ত্রাণ নিয়ে এসেছে।

 

এদিকে দামেস্ক বিমানবন্দর চালু হওয়ার খবরে কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে যে, তারা মঙ্গলবার থেকেই ফ্লাইট শুরু করবে। এর মধ্যদিয়ে প্রায় ১৩ বছর পর সিরিয়ার রাজধানীতে ফের ফ্লাইট চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন্সটি।

 

আরও পড়ুন: দামেস্কে জোলানির সঙ্গে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

 

দোহা-ভিত্তিক এয়ারলাইন্সটি এক বিবৃতিতে বলেছে, ৭ জানুয়ারী ২০২৫ থেকে সিরিয়ার দামেস্কে তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালু করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।

 

]]>
সম্পূর্ণ পড়ুন