মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে দামেস্কের নতুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। যদিও এর আগে বিদ্রোহী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে পশ্চিমারা।
মঙ্গলবার দামেস্কে সিরিয়ার নতুন শাসক কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে জার্মান কূটনীতিকদের দেখা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:সিরিয়া ছেড়ে যেতে চাইনি: আসাদের বিবৃতি
এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ৯ দিন পর, শারার ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের সমর্থনে প্রতিষ্ঠিত নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব কম মুদ্রার রিজার্ভ নিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে। এছাড়া তিনি সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে শারা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরীয় শরণার্থীরা যাতে দেশে ফিরতে পারে সেজন্য তিনি সম্পর্ক পুনরুদ্ধার এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বার্তা সংস্থা সানা প্রকাশিত বৈঠকের ছবিতে দেখা যায়, এইচটিএস ক্ষমতা দখল করার পর উচ্চ পর্যায়ের পশ্চিমা সরকারি কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন শারা।
শারা এ সময় আইনের শাসন এবং নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে জানিয়েছে সানা। তিনি আন্তর্জাতিকভাবে ব্রিটেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলেছেন।
আরও পড়ুন:রাশিয়ায় ২৫০ মিলিয়ন ডলার পাচার করেছে আসাদ সরকার: প্রতিবেদন
বৈঠকের আগে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, লন্ডন সিরিয়ার নতুন অন্তর্বর্তী কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের গ্রুপগুলোর সাথে দেখা করতে দামেস্কে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।
জার্মান কূটনীতিকদের একটি প্রতিনিধি দলও মঙ্গলবার দামেস্কে বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করবে বলে জানা গেছে।
]]>