সিরি আ’য় অভিষেকের অপেক্ষায় ‘ফ্যাসিবাদী’ এর জনক মুসোলিনির প্রপৌত্র

২ সপ্তাহ আগে
বেনিতো মুসোলিনি; গত শতকের সবচেয়ে বিতর্কিত চরিত্রের অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক তিনি। যুদ্ধবাজ, একনায়ক এই শাসক ব্যাপক দমন-পীড়ন আর উগ্র জাতীয়তাবাদে মোড়া শাসনব্যবস্থায় বিশ্বকে এক নতুন মোড়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। যার রেশ কাটেনি আজও। বিশ্বের নানা প্রান্তে ফ্যাসিবাদী সরকারব্যবস্থা কায়েম হলেই মুসোলিনি নামটা শোনা যায়। ইতিহাসের ভয়ঙ্কর এই একনায়কের পতনও হয়েছিল নির্মমভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির পরাজয়ের পর পালানোর সময় প্রেমিকাসহ প্রাণ হারান। তাদের মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল মিলানের এক চত্ত্বরে।

ফ্যাসিবাদের জনক হিসেবে ‘কুখ্যাত’ মুসোলিনির নাম আজও ঘৃণার সঙ্গে উচারণ করেন বিশ্বের শান্তিপ্রিয় ও স্বাধীনচেতা মানুষেরা। আর সেই নামকেই সঙ্গী করে ইউরোপের ফুটবলে খ্যাতির পথে পা বাড়াতে চান বছর ২২–এর এক তরুণ। রোমানো বেনিতো ফ্লোরিয়ানি মুসোলিনি নামের এই তরুণ সিরি আ'র ক্লাব ক্রেমোনেসে’র হয়ে এবার ইতালির শীর্ষ স্তরের লিগ সিরি আ’য় অভিষেকের অপেক্ষায় আছেন।


ইতালির রোমে জন্ম নেয়া ফ্লোরিয়ানি মুসোলিনি সম্পর্কে বেনিতো মুসোলিনির প্রোপৌত্র। তার মা আলেসান্দ্রা মুসোলিনি ইতালির এই ফ্যাসিস্ট একনায়কের নাতনি। আলেসান্দ্রা নিজেও উগ্র ডানপন্থী রাজনীতিবিদ। একসময় ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন ডানপন্থী দলের হয়ে।


যাইহোক, আমরা ফ্লোরিয়ানি মুসোলিনির কাছে ফিরে আসি। ইতালির বিখ্যাত দুই বিখ্যাত ক্লাব রোমা ও লাৎসিওর একাডেমিতে ফুটবলে হাতেখড়ি তার। খেলতে পারেন রাইটব্যাক ও মাঝমাঠের ডানদিকের মিডফিল্ডার হিসেবে। ২০২২ সালে সিনিয়র ফুটবলে উত্তীর্ণ হওয়ার পর এতোদিনে ধারে খেলেছেন পেসকারা, জুভে স্তাবিয়ার মতো দ্বিতীয় স্তরের দলে। তবে এবার তার সামনে ইতালির শীর্ষ লিগ তথা সিরি আ’য় খেলার সুযোগ এসেছে। লাৎসিও থেকে ধারে চলতি মৌসুমে সিরি আ’য় প্রমোশন পাওয়া ক্রেমোনেসে যোগ দিয়েছেন। তবে ক্রেমোনেসে চাইলে মৌসুম শেষে তাকে কিনে নিতে পারবে।


আরও পড়ুন: ডাউনিং স্ট্রিটে সংবর্ধনা পেল ইউরো জয়ীরা


 

ইতালির ফ্যাসিস্ট একনায়ক বেনিতো মুসোলিনি। ছবি: সংগৃহীত


ফ্লোরিয়ানি নিজের পদবি হিসেবে ‘মুসোলিনি’ ব্যবহার করতে পছন্দ করেন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহ নেই। গত ডিসেম্বর যখন রোমানো তার প্রথম পেশাদার গোল করেন, তখন কিছু সমর্থক রোমান স্যালুট জানান, যা তার প্রপিতামহ বেনিতো মুসোলিনির সঙ্গে জড়িত এক ঐতিহাসিক নাৎসি অভিবাদন। এই প্রতিক্রিয়াই প্রমাণ করে, রোমানো নিজেকে যতোই রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করুক না কেনো ‘মুসোলিনি’ পদবির ভার তার গলায় জটিল উত্তরাধিকারের ফাঁস হয়ে বসতে যাচ্ছে।


এই বিষয়ে কথা বলতে গিয়ে ফ্লোরিয়ানি জোর দিয়ে বলেন, তিনি মূলত মাঠে নিজের পারফরম্যান্সের ওপর মনোযোগ দিচ্ছেন এবং নিজের পদবি বা পারিবারিক পরিচিতি নিয়ে বাইরের জল্পনাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘আমি এখানে ফুটবল খেলতে এসেছি। আমার পদবি? এটা আমাকে যতটা না বিরক্ত করেছে, অন্যদের অনেক বেশি করেছে। এটা অন্যদের জন্য ভারী, আমার জন্য না।’


আরও পড়ুন: ফরাসি লিগে পিএসজির প্রতিপক্ষ হয়ে ফিরছেন নেইমার!


‘এ নিয়ে যত কম কথা বলা হয়, ততই ভাল। আমি মাঠে নিজেকে প্রকাশ করতে এসেছি, অন্য কিছু নয়… আমি চাচ্ছি সিরি আ’তে অভিজ্ঞতা অর্জন করতে, অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে, যত বেশি সম্ভব ম্যাচ খেলতে, যেন আমি আমার দক্ষতা দেখাতে পারি।’–ফ্লোরিয়ানি যোগ করেন।


ফ্লোরিয়ানো মুসোলিনি একজন বহুমুখী খেলোয়াড়, যিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। গত মৌসুমে তিনি জুভে স্তাবিয়ার হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। মাত্র ১৩ বছর বয়সে প্রতিদ্বন্দ্বী ক্লাব রোমা থেকে লাৎসিও’র যুব একাডেমিতে যোগ দেন।  সিরি আ’য় লাৎসিওর প্রতিপক্ষ হয়ে খেলতে নামাটা তার জন্য অদ্ভূত এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বলে বিশ্বাস তার। ফ্লোরিয়ানির ভাষায়, ‘লাৎসিও’র বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ হবে, কারণ এটা সেই দল যাদের আমি ছোটবেলা থেকে সমর্থন করি এবং সেখানেই বেড়ে উঠেছি। কিন্তু এখন আমার পুরো মনোযোগ ক্রেমোনেসের হয়ে খেলার দিকে এবং আমি চাই এই ম্যাচটা জিততে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন