সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার হাটিকুমরুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
জব্দ পলিথিনের মালিক আসাদুল ইসলাম।
আরও পড়ুন: ৪ লাখ টাকার পলিথিন জব্দ
পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকে থাকা ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।