এ বিষয়ে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, নিহত কলেজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারনামীয় একজনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে; পাশাপাশি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চালছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
এর আগে ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় অটোরিকশায় বসে থাকা অবস্থায় আব্দুর রহমান নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে ১৫-২০ জনের একটি কিশোর গ্রুপ।
পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। নিহত আব্দুর রহমান শহরের ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·