সিরাজগঞ্জে গরুবাহী নসিমন উল্টে চালক নিহত

৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় গরুবাহী একটি নসিমন উল্টে জিল্লুর নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

নিহত নসিমন চালকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি পাবনার চাটমোহর উপজেলার চল্লবিল গ্রামের মৃত শফি ফকির।


তাড়াশ থানার অফিসার ইনচার্জ ওসি মো জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার নওগাঁ হাট থেকে কয়েকজন ক্রেতা ৬ টি গরু কিনে নসিমনে পাবনা চাটমোর উপজেলার চল্লবিল এলাকায় ফিরছিলেন। নসিমনটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় পৌঁছালে নসিমনের সামনের ব্রেকের হুক ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক জিল্লুর রহমান নিহত হয়। আহত হয় আরও ৫ জন। সেই সঙ্গে গরুগুলোর শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। 

আরও পড়ুন: ধূমপান দেখে ফেলায় শিশু লামিয়াকে মেরে সেপটিক ট্যাংকে ফেলে মাদ্রাসাছাত্র

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও আহতদের স্থানীয় একটি ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন