সিরাজগঞ্জে অ্যালকোহল পানে দুই জনের মৃত্যু, ‘ডাক্তার’ পলাতক

৩ দিন আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে বিষাক্ত অ্যালকোহল পানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরো ১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)।

 

এ ঘটনায় দৌলতপুর দক্ষিনপাড়ার আবু হানিফ (৩৫) নামের আরো একজন সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছে।

 

আরও পড়ুন: রাজশাহীতে অ্যালকোহল পানে চারজনের মৃত্যু, হাসপাতালে ৪

 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ওষুধের দোকান থেকে নেশা জাতীয় অ্যালকোহল কিনে পান করেন কয়েকজন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় আবুল কালাম ও ভ্যানচালক শাহ আলম মারা যান।

 

আরও পড়ুন: অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিনের চালান জব্দ

 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিও ওষুধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন