দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকিরের ছেলে এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে নজরুল ইসলাম, একই জেলার ঘোষপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে আবুল হাসেম ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শাহজাদপুরে সাজেদা ফান্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম কিস্তির টাকা তুলতে বাড়াবিল গ্রামের উদ্দেশ্যে বের হন। বিভিন্ন জায়গায় কিস্তির এক লাখ ৫৬ হাজার ৬০০ টাকা তুলে বাড়াবিল গ্রামের বড় ব্রিজের পাশে অটোভ্যানের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় আসামিরা তিনটি মোটরসাইকেলে এসে ফিল্ড অফিসার আশরাফুলকে ঘিরে ধরেন।
আরও পড়ুন: পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রীর যাবজ্জীবন
এ সময় এক নম্বর আসামি তার হাতে থাকা পিস্তল মাথায় ঠেকান ও মামলার তিন নম্বর আসামি হাতে থাকা শটগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এরপর ৪ নম্বর আসামি ঘুষি মেরে তার প্যান্টের সামনের দুই পকেটে থাকা কিস্তির উত্তোলিত টাকা ছিনিয়ে নেন। ওই সময় ভিকটিম চিৎকার দিলে আশপাশের মানুষ এসে আসামিদের গণপিটুনি দেন।
পরে শাহজাদপুর থানায় খবর দিলে পুলিশ আসামিদের হেফাজতে নেন ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০ জনের সাক্ষ্য উপস্থাপন করেন। সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।