বুধবার (২৪ সেপ্টেম্বর) ত্রয়োদশ কংগ্রেসের মাধ্যমে সিপিবির এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে প্রথমে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এরপর এই কমিটির সদস্যদের বৈঠকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নতুন সভাপতি, সম্পাদকসহ কমিটির অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং তিনি নিজে এখন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি এবং রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১২ সাল থেকে মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ সিপিবির নেতৃত্ব দেন।
আরও পড়ুন: দেশে উত্থান হওয়া সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়বে সিপিবি: রুহিন হোসেন
নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪-৯৬ মেয়াদে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
নতুন সাধারণ সম্পাদক রতন একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ছিলেন এবং ১৯৮৯-৯০ মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।