সিন্ধু লিপির রহস্য উন্মোচনে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

২ সপ্তাহ আগে
সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির অর্থ উন্মোচনে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার। চলতি মাসের শুরুর দিকে এই পুরস্কার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রকাশ করা হয়েছে।

সিন্ধু বা হরপ্পা সভ্যতা প্রায় ৫ হাজার ৩০০ বছর পুরনো। বর্তমান ভারত ও পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশ এটি গড়ে উঠেছিল। এটি ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতাগুলোর একটি। 

 

এর অধিবাসীরা পোড়ামাটির ইটের শহরে বসবাস করত। তবে এক সময় এ সভ্যতার আকস্মিক পতন ঘটে। যার কারণ আজও অস্পষ্ট এবং সবচেয়ে বড় রহস্য হলো এই সভ্যতার লিপিগুলো।

 

এই লিপি বহুদিন ধরে গবেষকদের জন্য এক রহস্য হয়ে রয়েছে। লিপি বিশ্লেষণে বিশেষজ্ঞদের মতে, সিন্ধু সভ্যতার লিপিগুলো চিহ্ন ও প্রতীকের একটি সংমিশ্রণ। 

 

এগুলো সাধারণত বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যবহৃত পাথরের সিলমোহর বা মৃৎপাত্রে পাওয়া যায়। তবে লিপির ভাষা, শাসন ব্যবস্থা ও বিশ্বাস নিয়ে এখনও কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্তে আসা যায়নি।

 

আরও পড়ুন: ভারতের নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য মেটার ক্ষমাপ্রার্থনা

 

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী রাজেশ পিএন রাও বলেন, সিন্ধু লিপি সম্ভবত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত লিপি। এটি কাঠামোগত হলেও এর ভাষা অজানা।

 

গবেষক নিশা যাদব ও তার দল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ডিজিটাল তথ্যভাণ্ডার ব্যবহার করে লিপি বিশ্লেষণ করছেন। তারা ৬৭টি প্রতীক চিহ্নিত করেছেন।

 

একটি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে গবেষকরা ধ্বংসপ্রাপ্ত ও অস্পষ্ট লিপির পুনর্গঠন করেছেন। নিশা যাদব বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ বলছে, লিপিটি কাঠামোগত এবং এর লেখার মধ্যে একটি সুসংগঠিত যুক্তি রয়েছে।’

 

সিন্ধু লিপি উন্মোচনে মূল চ্যালেঞ্জ এর অল্প সংখ্যক চিহ্ন-প্রায় ৪ হাজারটি, যা সাধারণত ছোট বস্তু যেমন সিলমোহর বা ট্যাবলেটে পাওয়া যায়। দীর্ঘ পাঠ্য যেমন দেয়াল বা পাথরের ফলকে পাওয়া যায়নি। গবেষণায় একটি বড় সমস্যা হলো দ্বিভাষিক নিদর্শনের অনুপস্থিতি, যা মিসরের হায়ারোগ্লিফিক পড়তে সাহায্য করেছিল রোজেটা স্টোন।

 

আরও পড়ুন: বাবার পছন্দে রাজি না হওয়ায় বিয়ের আগেই মেয়েকে গুলি করে হত্যা

 

সিন্ধু লিপির রহস্য উন্মোচন গতি আনতে এবার বড় অঙ্কের পুরস্কার করা হল। সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ উপলক্ষে চলতি মাসের শুরুর দিকে তামিলনাড়ুর চেন্নাইয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ ডলার পুরস্কার করেন এমকে স্ট্যালিন।

 

তিনি বলেন, ‘আমরা এখনও সিন্ধু সভ্যতার লিপি স্পষ্টভাবে বুঝতে পারিনি, যা একসময় বিকশিত হয়েছিল। এই পুরস্কার ঘোষণা সিন্ধু লিপি গবেষণার গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে গবেষকরা মনে করেন, এই পুরস্কারের দাবিদার শিগগিরই কেউ হতে পারবেন না। নিশা যাদবের কথায়, সিন্ধু সভ্যতার মানুষ কী লিখেছিলেন আমরা তা সত্যিই জানতে চাই।

]]>
সম্পূর্ণ পড়ুন