মেলবোর্ন টেস্টে হারের পর সিরিজ খোয়ানোর শঙ্কার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার রাস্তাটাও কঠিন হয়ে গেছে। টানা অফফর্মে পর্যদুস্ত রোহিত শর্মার আসন তাতে টলে উঠেছে। সিডনিতে যে রোহিত জায়গা হারাচ্ছে তা অনেকটা জোর দিয়েই জানিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। একই সঙ্গে ভারতের অধিনায়কের টেস্ট ক্যারিয়ার যে আতসি কাচের নিচে রেখে বিবেচনা করা হচ্ছে সেই খবরও জানা গিয়েছিল।
গণমাধ্যমের এমন খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন রোহিত। সিডনি টেস্টের লাঞ্চের বিরতিতে স্টার স্পোর্টসকে তিনি বলেন, 'এই সিদ্ধান্ত (সিডনি টেস্টে একাদশের বাইরে থাকা) অবসরের সিদ্ধান্ত নয়। আমি খেলা থকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্তও নেইনি।'
আরও পড়ুন: ভারতীয় শিবিরে দুশ্চিন্তা, হাসপাতালে বুমরাহ
তিনি যোগ করেন, 'আমি এই ম্যাচে বাইরে বসে আছি কারণ আমার ব্যাট থেকে রান আসছে না। পাঁচ বা দুই মাস পর রান আসবেই এমন কোনও গ্যারান্টি নেই। আমি ক্রিকেটে অনেক কিছু দেখেছি, যেখানে জীবন প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন পরিবর্তিত হয়।'
রানের বাইরে থাকা রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত না হলেও বিশ্বাস করেন, তার ক্যারিয়ার নিয়ে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন। গণমাধ্যম বা অন্য কেউ এই সিদ্ধান্ত দেয়ার অধিকার রাখে না বলে মন্তব্য করেন তিনি।
রোহিতের ভাষায়, 'আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই জীবন তাদের কথায় পরিবর্তন হবে না, যারা মাইক্রোফোন, কলম বা ল্যাপটপ দিয়ে কিছু লেখে বা বলে। তারা সিদ্ধান্ত নিতে পারে না আমরা কবে অবসর নেব, কবে বাইরে বসব, বা কবে অধিনায়কত্ব করব। আমি একজন সংবেদনশীল মানুষ, পরিণত মানুষ, দুই সন্তানের বাবা। তাই আমি জানি আমার জীবনে কী প্রয়োজন।'
এখন পর্যন্ত ৬৭ টেস্টের ১১৬ ইনিংসে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন রোহিত। ১২টি শতক এবং ১৮টি অর্ধশতক আছে তার নামের পাশে। সর্বোচ্চ রানের ইনিংসটি ২১২ রানের।