সিনেমায় দর্শকদের যেভাবে বোকা বানানো হয়

২ সপ্তাহ আগে
আপনি কি জানেন? সিনেমায় যে দৃশ্য আপনি দেখেন তার বেশিরভাগই সত্য নয়! ভিডিও নির্মাণের এমন কিছু কৌশল রয়েছে যেগুলো মেনে চলে নির্মাতা ও ক্যামেরাম্যানরা একটি প্রাণবন্ত ও জীবন্ত দৃশ্য দর্শকদের উপহার দেন। আর এ প্রাণবন্ত ও জীবন্ত দৃশ্য দেখাতে বেশিরভাগ সময়ই তারা বেছে নেন কৃত্রিম উপায়।

আসুন এক নজরে দেখে নিই, এমনই কিছু কৃত্রিম উপায়ে জীবন্ত ও প্রাণবন্ত ভিডিও তৈরির উপায়গুলো-

 

১। সিনেমায় যখন কোনো নায়ক ঘোড়ায় বসে ছুটতে থাকে আর তাকে খুব কাছ থেকে দেখানো হয় তখন কিন্তু আর আসল ঘোড়ার পিঠে নায়ক বসে থাকে না। ভিডিও করার সুবিধার্থে এ দৃশ্যের জন্য কৃত্রিম বা পুতুল ঘোড়ার পিঠে নায়ককে চড়িয়ে দেয়া হয়।

 

ভৌতিক দৃশ্য ছাদ থেকে পড়ে যাওয়ার শুট হচ্ছে। ছবি: সংগৃহীত

 

২। সিনেমায় কোনো অলৌকিক দৃশ্য বা ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয় তখন ব্যক্তিতে দড়ি দিয়ে ঝোলানো হয় আর পেছনে বড় পর্দার ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যবহার করে দৃশ্য শ্যুট করা হয়।

 

 একটি ঘরে শুট হওয়া দৃশ্যকে (নিচে) প্রযুক্তি ব্যবহার করে রাস্তায় দাঁড় করিয়ে দেয়ানো হয়েছে (উপরে)। ছবি: সংগৃহীত

 

৩। কোনো সুন্দর দৃশ্যের শুট করার জন্য এখন আর কিন্তু সে স্থানে যাওয়ার প্রয়োজন হয় না নির্মাতাদের। ঘরের মধ্যেই সবুজ বা নীল পর্দায় নায়ক, নায়িকা বা অভিনয়শিল্পীদের নিয়ে সিনেমা শুট করে সেখানে ফিট করে দেয়া হয় গ্রাফিক্স আর বিভিন্ন ধরনের প্রযুক্তির কারিশমা। আর এমন প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের বোকা বানিয়ে বাহুবলী, কৃশ ৩-র মতো সিনেমাগুলো হয়ে উঠেছে বক্স অফিস কাঁপানো ব্যবসাসফল সিনেমা।

 

নায়িকার পেছন পেছন ক্যামেরাম্যান দৌঁড়াচ্ছেন। ছবি: সংগৃহীত

 

৪। সিনেমায় যখন দর্শক নায়িকাকে ভয় পেয়ে দৌঁড়াতে দেখে তখন অনেকে ভুলে যান এ দৃশ্য শ্যুট করার সময় নায়িকার পেছন পেছন ক্যামেরাম্যানকেও দৌঁড়াতে হয়েছে।

 

নিচে বাস্তব ছবি এবং উপরে গ্রাফিক্স ও রং ব্যবহার করার পর ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

 

৫। সিনেমার দৃশ্যে যে সুন্দর স্থানকে দেখানো হয় তা কিন্তু বাস্তবে মোটেও তত সুন্দর নয়। প্রযুক্তি ব্যবহার করে সিনেমার দৃশ্যে এরজন্য করা হয় রং পরিমার্জনের কাজ।

 

ঘরে লাইটিং রুমে সাঁতারের অভিনয় শুট করা হচ্ছে। ছবি: সংগৃহীত

 

৬। সিনেমায় যখন কোনো অভিনয়শিল্পীকে পানির ভেতরে সাঁতার কাঁটতে দেখেন তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্য নয়। একটি অন্ধকার ঘরে পানির মতো বিভিন্ন লাইট ব্যবহার করে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়া হয় তাকে। দক্ষ অভিনয়শিল্পী সে অবস্থাতেই করেন সাঁতার কাটার অভিনয়।

 

বিভিন্ন অ্যাংগেলে দৃশ্য ধারণ করতে একটি ক্যামেরাই ব্যবহার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

 

৭। সিনেমার দৃশ্যে নায়ক বা নায়িকাকে যখন বিভিন্ন অ্যাংগেলে কথা বলতে দেখেন তখন কিন্তু অনেক ক্যামেরার প্রয়োজন হয় না। একজন দক্ষ নির্মাতা ও ক্যামেরাম্যান এক্ষেত্রে ট্রলি শট ও মুভিং ক্যামেরা ব্যবহার করে সুন্দর একটি ভিডিও দর্শকদের উপহার দেন।

 

আরও পড়ুন: ছোট চোখ বড় দেখাবে সহজ ৮ উপায়ে

 

৮। সিনেমার কোনো দৃশ্য শুট করার সময় সেখানে লাইটম্যান, টিম সহকারী, নির্মাতা, ক্যামেরাম্যানসহ অনেক মানুষ থাকে। এমন পরিবেশে অনেক নায়িকাই সাহসী দৃশ্য বা কিসিং সিন করতে চান না।

 

সিনেমার রোমান্টিক কিসিং দৃশ্যে একটি সবুজ বলে চুমু দেয়ার অভিনয় করছেন নায়িকা। ছবি: সংগৃহীত

 

তখন নির্মাতা সবুজ রংয়ের বলের মধ্যে নায়িকাকে কিস করতে বলে। আর নায়ককে একটি কাঁচের মধ্যে। ব্যাস, এরপরই ভিএফএক্স (ভিজ্যুয়াল এফেক্ট) প্রযুক্তি ব্যবহার করে রোমান্টিক দৃশ্য তৈরি করা হয়।

 

আরও পড়ুন: অভিনেতা সিদ্দিককে গণপিটুনি!

 

ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করলে দৃশ্য ধারণের সময় নির্মাতারা সবুজ রংয়ের কাপড় সব জায়গায় বেশি ব্যবহার করেন। এতে ভিডিওতে প্রযুক্তি ব্যবহার নিঁখুত হয়। আর সিনেমার এসব কৃত্রিম দৃশ্য সত্যি ভেবে বোকা বনে যায় সব দর্শক।  

]]>
সম্পূর্ণ পড়ুন