ফাইনালে সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শিরোপা জেতার পাশাপাশি টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন স্প্যানিশ এই তারকা।
ইউএস ওপেনের ফাইনাল ডোনাল্ড ট্রাম্প দেখতে আসায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়।
আরও পড়ুন: টানা দুই ফাইনাল হারের পর অবশেষে ট্রফির দেখা পেলেন সাবালেঙ্কা
উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছে হেরেই শিরোপা হারিয়েছিলেন আলকারাজ। আর রোববার ইউএস ওপেনে সেই হারের প্রতিশোধ নিলেন স্প্যানিশ এই তারকা। দুজনের সর্বশেষ সাত লড়াইয়ের ছয়টিতেই জিতলেন আলকারাজ।
এই জয়ে সেপ্টেম্বর ২০২৩-এর পর প্রথমবার আলকারাজ ফিরলেন এক নম্বরে। এর আগে টানা ৬৫ সপ্তাহ শীর্ষে ছিলেন সিনার। মাত্র ২২ বছর বয়সে আলকারাজের ট্রফি কেসে এখন ছয়টি গ্র্যান্ড স্লাম।