সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে গোদনাইল ইউনিয়নের চিত্তরঞ্জন হাই স্কুল মাঠে তিন শতাধিক পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
সিটি কর্পোরেশনের স্থানীয় ১০ নং ওয়ার্ড বিএনপি এই সেবামূলক উদ্যোগ গ্রহণ করে।
কম্বল বিতরণের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এদেশের প্রতিটি মানুষ আমরা ভাই ভাই। এখানে বিএনপি ধর্মের কোনো বিভাজন বিশ্বাস করে না। আমরা দলের প্রতিটি সদস্য আপনাদের দুর্গা পুজোর সময় সামর্থ্য অনুযায়ী তাদের পাশে ছিলাম।
হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি মামুন মাহমুদ বলেন, আপনারা আমাদেরকে একই ঘরের মানুষ হিসেবে সবসময় মনে রাখেন। আজও আমরা এসেছি শীতের কষ্ট থেকে আপনারা যারা সামর্থ্যের অভাবে শীত বস্ত্র কিনতে পারেন না তাদের পাশে দাঁড়াতে। এটা আমাদের দলের শিক্ষা। আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রেরণা। আমরা আপনাদের সুখে-দুঃখে যেকোনো পরিস্থিতিতে সবসময় পাশে থাকব। কারণ আপনারাই আমাদের ঠিকানা। বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয়। বিএনপি যা কথা দেয় তা পালন করে। সব মানুষের কাছে জবাবদিহিতায় বিশ্বাস করে। আমরা যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আপনারা আমাদের কলার ধরে জবাব চাইবেন।
আরও পড়ুন: ভারত মায়াকান্না না করলে বাংলাদেশি হিন্দুরা ভালো থাকবে: বিজন কান্তি সরকার
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ, বিএনপি নেতা গাজী মনির হোসেন, জুয়েল রানা, রাকিবুল দেওয়ান, মাসুম প্রধান প্রমুখ।