সিডনি টেস্টে উসমান খাজাকে অবসর নেয়ার পরামর্শ ক্লার্কের

১ সপ্তাহে আগে
সিডনি টেস্ট দিয়ে শেষ হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ। আর এই ম্যাচ দিয়েই উসমান খাজাকে নিজের ক্যারিয়ারের ইতি টানার পরামর্শ দিলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না উসমান খাজার। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ২০.১৪ গড়ে করেছেন মাত্র ১৪১ রান। আট ইনিংসে তার ফিফটি মাত্র একটি। দলের পেসার প্যাট কামিন্সও তার চেয়ে বেশি রান করেছেন। ২১.২৮ গড়ে তার রান ১৪৯।

 

অবশ্য শুধু সাম্প্রতিক ফর্ম দিয়ে খাজাকে বিবেচনা করা ঠিক হবে না। বর্তমান সময়ের সেরা টেস্ট ব্যাটারদের একজন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে তার গড় ৪৪.৩৮। ৭৭ ইনিংসে ১৫ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৫৫৯২ রান করেছেন উসমান। তার সক্ষমতা নিয়ে তাই প্রশ্ন তুলতে চান না ক্লার্কও।

 

কিন্তু ৩৮ বছর বয়স পেরোনো উসমানের যে এখন ইতি টানার সময় এসেছে, সেটাই মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক। আর অবসরের জন্য নিজের ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!

 

২৩ পডকাস্টে আলাপকালে ক্লার্ক বলেন, ‘এসসিজি উজির (উসমান খাজা) ঘরের মাঠ। টেস্ট ম্যাচটা তার ঘরের মাঠেই হবে। সে দুর্দান্ত খেলোয়াড়, সত্যিকার অর্থে অসাধারণ। অস্ট্রেলিয়া কিংবা বিদেশের মাটি, সব জায়গায় সে রান করে। তার বয়স এখন ৩৮ বছর। আমার মনে হয়, এটাই সেরা সময় উজির অবসরের ঘোষণা দেয়ার। সিডনি তার শেষ টেস্ট ম্যাচ হওয়া উচিত।’

 

আরও পড়ুন: আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গিলসহ চার ভারতীয় ক্রিকেটারকে তলব সিআইডির

 

এর আগে অ্যাশেজ সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খাজা। ইংল্যান্ডের বিপক্ষে ২০২৫ সালের শেষদিকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে ক্লার্ক বলছেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নির্বাচকদের জন্য সুবর্ণ সুযোগ নতুন ওপেনারকে ক্রিজে নামানোর।

 

ক্লার্ক বলেন, ‘আমি জানি সে খেলা চালিয়ে যেতে চায়। তবে তার সাম্প্রতিক ফর্ম এতটা ভালো নয় যে তিনি খেলা চালিয়ে যাবেন।’

 

আরও পড়ুন: সিডনি টেস্টে কি বাদ পড়ছেন রোহিত?

 

২০১৬ সালে টি-টোয়েন্টি আর ২০১৯ সালে সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন খাজা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন