আলাদা লোগো চায় পিএসসি, বানিয়ে জিতে নিন ৫০ হাজার টাকা

২ ঘন্টা আগে
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিজস্ব লোগো তৈরি করতে চায়। এ জন্য লোগোর ডিজাইন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত লোগো পাঠানো যাবে। ডিজাইনকৃত লোগো হার্ডকপি ও সফটকপি উভয় ফরম্যাটে জমা দিতে হবে। যা শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭-এর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবের অফিস কক্ষে রক্ষিত বাক্সে জমা দিতে হবে।

 

এ জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করে বলা হয়েছে, লোগোটি মৌলিক হতে হবে। লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে। সফটকপি জমা দেয়ার ক্ষেত্রে ([email protected]) ইমেইলে বা পেনড্রাইভে প্রাথমিকভাবে জমা দিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে চাহিদা অনুযায়ী সম্পাদন যোগ্য অন্যান্য ফরমেটে জমা দিতে হবে।

 

হার্ডকপির ক্ষেত্রে এ৪ ফটো পেপারে ২ ইঞ্চি x ২ ইঞ্চি এবং ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি সাইজের ২ কপি কালার প্রিন্ট হার্ডকপি মুখবন্ধ খামে জমা দিতে হবে (খামটি কোন প্রকার ভাঁজ করা যাবে না)। লোগো ডিজাইনের অন্তর্নিহিত ভাব (লোগো ইলাস্ট্রেশন) উল্লেখ করে কনসেপ্ট ও ডিজাইন স্টেটমেন্ট সর্বোচ্চ ৩০০ শব্দে লিখে সংযুক্তি আকারে জমা দিতে হবে; সংযুক্তিতে পৃথকভাবে ও একত্রে আইকন ও টাইপোগ্রাফির সমন্বয়ে লোগোর ব্যবহার উল্লেখ করে সাইজ, কালার গাইডলাইনস, ইউজেস অন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ও গ্রেস্কেল ভার্সনের বিবরণ দিতে হবে।

 

আরও পড়ুন: অবশেষে পিএসসির নতুন ৬ সদস্যের শপথ স্থগিত

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত লোগোটি অন্য কোন প্রকাশিত লোগোর অনুসরণ বা অনুকরণে ডিজাইন করা হয়নি মর্মে একক স্বত্বাধিকারী প্রত্যয়নপত্র সংযুক্তি আকারে জমা দিতে হবে। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কেবল মাত্র একটি লোগো জমা দিতে পারবে; সেক্ষেত্রে জমাদানকারীর নাম, ঠিকানা ও মোবাইল নং উল্লেখ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত লোগো জমাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক যেকোনো পর্যায়ে প্রয়োজন সাপেক্ষে উক্ত লোগোর যে কোনো অংশের সংযোজন, বিয়োজন ও পরিমার্জনজনিত সম্পাদনা করতে হবে।

 

কমিশন সচিবালয় সকল অথবা যে কোনো ডিজাইন কোন রূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো পর্যায়ে গ্রহণ কিংবা বাতিল ঘোষণা করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৫০ হাজার টাকা পুরস্কারসহ সার্টিফিকেট দেয়া হবে এবং নির্বাচিত লোগোটি কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে (যদি থাকে) বিপিএসসির অফিসিয়াল লোগো হিসাবে ব্যবহার করা হবে।

 

পিএসসির একজন কর্মকর্তা জানান, পিএসসির নিজস্ব কোনো লোগো না থাকায় আলাদাভাবে লোগো তৈরির জন্য ডিজাইন আহ্বান করা হয়েছে। যার ডিজাইন পছন্দ হবে, তাকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন