শনিবার (২০ ডিসেম্বর) ইতিহাদে ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। বাকি গোলটি তিজান্নি রেইন্ডার্স।
এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে আর্সেনালের সংগ্রহ ৩৬ পয়েন্ট। রাতেই এভারটনের মাঠে জয় পেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে মিকেল আর্তেতার শিষ্যরা।
ইতিহাদে শুরু থেকেই ছিল সিটির দাপট। পঞ্চম মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন হলান্ড। এই নিয়ে চলতি মৌসুমে দশমবার সিটিকে লিড এনে দিলেন এই নরওয়েজিয়ান। এই মৌসুমে আর কোনো খেলোয়াড়ই নিজের দলের হয়ে পাঁচবারের বেশি প্রথম গোল করতে পারেননি।
আরও পড়ুন: কিংসকে প্রথম হারের স্বাদ দিলো পুলিশ, মোহামেডানকে রুখে দিলো আরামবাগ
সিটির দ্বিতীয় গোলেও ছিল হলান্ডের ছোয়া। ৩৮ মিনিটে তার পাস থেকেই গোল করেন রেইন্ডার্স।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে হলান্ড দলের তৃতীয় গোলটিও করেন। আর এই গোলটি করেই প্রিমিয়ার লিগে গোল সংখ্যায় রোনালদোকে পেছনে ফেলেছেন হলান্ড।
পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ২৩৬ ম্যাচে করেছেন ১০৩ গোল। হলান্ড মাত্র ১১৪ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেলেন।
চলতি মৌসুমে সব মিলিয়ে এই নরওয়েজিয়ান ২৩ ম্যাচেই করলেন ২৫ গোল।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·