সিটির ড্রেসিংরুমে সেদিন আলভারেজের দিকেই কেন আঙুল তুলেছিলেন গার্দিওলা?

১ দিন আগে
খবরটা এখনকার নয়, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আগেই পেপ গার্দিওলা ভষিদ্বাণী করেছিলেন যে কারা জিতবে টুর্নামেন্ট। বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকেই তিনি সবচেয়ে ফেভারিট হিসেবে আখ্যায়িত করেছিলেন। শুধু তাই নয়, তখন ম্যানচেস্টার সিটিতে তার অধীনে থাকা আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকেও দিয়েছিলেন পরামর্শ।

লিওনেল মেসিকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন পেপ গার্দিওলা। আর্জেন্টাইন এই মহাতারকাকে যে তিনি বড্ড বেশি পছন্দ করেন। তাই তো তার নিজ দেশ বাদ দিয়ে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের সময় পেপ সমর্থন করেছিলেন আর্জেন্টিনাকে। তিনি তখন ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, আর্জেন্টিনাই বিশ্বকাপ ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার। 

 

২০২২ সালে বিশ্বকাপের আগে পেপ গার্দিওয়ালা ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, কে বিশ্বকাপ জিতবে। এমনকি তিনি তার ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের বলেছিলেন যে তার প্রিয় কে- এবং শেষ পর্যন্ত তিনিই সঠিক প্রমাণিত হলেন। 

 

আরও পড়ুন: প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়ায় ক্ষমা চাইলেন নেইমার

 

বিশ্বকাপের আগে ইএসপিএন এআরকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ জানিয়েছিলেন, ‘বিশ্বকাপ কারা জিততে পারে সেটা নিয়ে পেপ (গার্দিওলা), রদ্রি আর দলের পর্তুগিজ খেলোয়াড়েরা আলোচনা করছিল। খেলোয়াড়দের মুখে পর্তুগাল-ফ্রান্সসহ আরও কয়েকটি ইউরোপিয়ান দলের নাম শুনতে পেলাম। ওদেরকে তখন পেপ বললেন, বিশ্বকাপ জেতার এখানে সবচেয়ে বড় দাবিদার কে জানো? ওরা কিছু না বলে পেপের দিকে তাকিয়ে থাকলো। পেপ গার্দিওলা তখন শুধু আমার দিকে আঙুল উঁচিয়ে তার উত্তরটা দিয়ে দিলেন।’ 

 

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে আসরে হুলিয়ান আলভারেজের অবদান ছিল অসামান্য। বিশ্বকাপে ৪টি গোলও করেছেন তিনি। 

 

লিওনেল মেসির স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ সারথি আলভারেজ বেড়ে ওঠেন আর্জেন্টিনার কোরদোবার কালচিন এলাকায়। লিওর স্বপ্ন পূরণ করতে গিয়ে তার নিজেরও এক বড় স্বপ্নপূরণ হয়ে গেছে। শৈশব থেকেই তিনি স্বপ্ন দেখতেন মেসির সঙ্গে খেলবেন। সেই স্বপ্ন এখন বাস্তব। শুধু তাই নয়, তার সঙ্গে বিশ্বকাপের ট্রফি উঁচিয়েও উদ্‌যাপন করেছেন। 

 

আরও পড়ুন: বোনাস বাঁচাতে লেভাকে গোল করতে মানা করেছিলো বার্সেলোনা

 

লিওনেল মেসির অর্জনের ঝুলি প্রায় ধরাছোঁয়ার বাইরে। পেপ গার্দিওলা একাধিকবার বলেছেন যে, মেসিই সেরা। ২০২২ বিশ্বকাপ জয়ের পর পেপ বলেছিলেন, ‘সবারই নিজস্ব মতামত আছে। কিন্তু কেউই অস্বীকার করতে পারবে না যে সে (মেসি) সর্বকালের সেরাদের কাতারে আছে। আমার মতে, সেই সেরা। সে (তার ক্যারিয়ারে) যা (অর্জন) করেছে সেটার সঙ্গে কীভাবে একজন খেলোয়াড় লড়াই করতে পারে, তা বোঝা কঠিন।’ 

 

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করেছেন পেপ গার্দিওলা। তার অধীনে ফর্মের তুঙ্গে ছিলো বার্সেলোনা। ‍শুধু তাই নয়, লিওনেল মেসিও যে ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে এখন পর্যন্তও সেই পারফরম্যান্স ঠিকই ধরে রেখেছেন লিও। 

 

পেপের অধীনে থেকে ১৪টি শিরোপা জিতেছিল কাতালানরা। স্প্যানিশ ক্লাবটির এমন অর্জনের স্বীকৃতি হিসেবে দুবার বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন