ম্যানচেস্টার সিটি ২-০ উইদাদ
২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে উইদাদ এবারের ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। সেই উইদাদকে দুই গোলের ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। প্রথম হাফেই দুইটি গোল হয়েছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। ৪২তম মিনিটে দ্বিতীয় গোলটি আসে জেরেমি ডকুর পা থেকে। দ্বিতীয় হাফে কোনো গোল হয়নি। উল্টো লাল কার্ড দেখেছেন দলটির তরুণ ডিফেন্ডার রিকো লুইস। উইদাদের স্যামুয়েল ওবেংয়ের মুখে আঘাত করে ৮৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেছেন রিকো।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে খেলতে নেইমারকে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের ক্লাব
'জি' গ্রুপে নিজেদের পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে খেলবে সিটি। আগামী সোমবার (২৩ জুন) বাংলাদেশ সকাল ৭টায় মাঠে নামবে তারা।
রিয়াল মাদ্রিদ ১-১ আল হিলাল
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অভিষেক হল জাবি আলোনসোর। তবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না স্প্যানিশ এই কোচ। সৌদি ক্লাবটির সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল। রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে আল হিলাল। দলের বেশিরভাগ ফুটবলারই বেশ অভিজ্ঞ এবং ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
প্রথমে আল হিলালের প্রবল আক্রমণ সামলে ৩৪তম মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক পাস পেয়ে প্রথম ছোঁয়ায় দলকে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি ইনজাঘির দল। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস।
দ্বিতীয় হাফে আধিপত্য দেখায় রিয়াল। তবে গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচ জয়ের সুযোগ আসে তাদের কাছে ৯০তম মিনিটে। ৮৭তম মিনিটে ফ্রান গার্সিয়াকে ডি-বক্সে ফাউল করলে রিয়াল পেনাল্টি উপহার পায়। তবে ভালভের্দের নেয়া পেনাল্টি ঠেকিয়ে রাজা বনে যান আল হিলালের গোলরক্ষক বোনো। শেষ পর্যন্ত আল হিলালের সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।