শুক্রবার (৪ এপ্রিল) সিটি ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ডি ব্রুইনা।
আগামী জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি ছিল ডি ব্রুইনার। চুক্তি নবায়ন না হওয়ায়, চলতি মৌসুমের পর আর ক্লাবটিতে থাকা হচ্ছে না তাার।
সামাজিক মাধ্যমে ডি ব্রুইনা লেখেন, ‘এটা দেখে হয়ত বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মাস। এই ব্যাপারে কিছুই লেখা সহজ কাজ না, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে এই দিনটি একদিন আসবেই। আমার জন্য সেই দিনটা এসে গেছে। আর আপনাদেরই আমার কাছ থেকে এটা সবার শোনা উচিত।’
আরও পড়ুন: বিশ্ব ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া
বেলজিয়ান এ তারকা আরও লেখেন, ‘ফুটবল আমাকে আপনাদের সবার কাছে এবং সিটির কাছে নিয়ে এসেছে। এই সময়টা যে আমার জীবন বদলে দেবে, তা আমি জানতাম না। আমি স্বপ্নের পেছনে ছুটেছি। এই শহর…এই ক্লাব… এই মানুষগুলো... তারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের এর সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না! আর দেখুন, আমরা সবকিছুই জিতেছি। এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, বিদায় বলার সময় এসেছে।’
জার্মান ক্লাব উলভসবুর্গ থেকে ২০১৫ সালের আগস্টে সিটিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইনা। তারপর ক্লাবটিতে একে একে কেটেছে ১০ বছর। ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপসহ জিতেছেন ক্লাব ক্যারিয়ারের প্রায় সব ট্রফি।
গত ১০ বছরে ডি ব্রুইনার জন্য নিজের বাড়ি হয়ে উঠেছিল সিটি। ২০১৭ সালে বিয়ে, এরপর তিন সন্তানের বাবা হওয়া সবকিছু এখানেই। তাই বিদায় বললেও সন্তান ও তার কাছে আজীবন সিটি-ই নিজের ঘর হয়ে থাকবে বলে জানান বেলজিয়ান মিডফিল্ডার।
তিনি বলেন, ‘ম্যানচেস্টার সব সময় আমার সন্তানদের পাসপোর্টে থাকবে। তারচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকবে। এটা সব সময়ের জন্য আমাদের বাড়ি। ১০ বছরের এ যাত্রায় সিটি, ক্লাব, স্টাফ, সতীর্থ ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না। সবকিছুরই একটা শেষ আছে। কিন্তু এটা জীবনের সেরা অধ্যায় হয়ে থাকবে।’
আরও পড়ুন: ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার সব মিলিয়ে ক্লাবটির হয়ে ৪১৩ ম্যাচ খেলেছেন। যেখানে ১০৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৭৪টি।
]]>