সিটি নয়, সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চান বেসিকের কর্মীরা

১ সপ্তাহে আগে
বেসরকারি খাতের ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে দুর্বল বেসিক ব্যাংক। এ বিষয়ে আলোচনা চলছে। তবে সরকারি ব্যাংককে বেসরকারি খাতে একীভূত করাটাকে অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক ও বৈষম্য বলে মনে করছেন বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় তারা যেকোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে একীভূত করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেয়া ওই স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের ক্ষুদ্র শিল্পে অর্থায়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বেসিক ব্যাংক লিমিটেডের কার্যক্রম শুরু হয়, যা ১৯৯২ সালে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে একটি রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকারি আর্থিক সেবা দিয়ে আসছে, যা ২০১৫ সালে পুরোপুরি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। বেসিক ব্যাংক একটি সরকারি খাতের ব্যাংক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করেছে এবং দীর্ঘ প্রায় ২৩ বছর ধরে বাংলাদেশ সরকারকে বিপুল অঙ্কের মুনাফা দিয়েছে, যা অন্যান্য ব্যাংকের কাছে ছিল উদাহরণ।

 

ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত একীভূতকরণের পদক্ষেপকে বেসিক ব্যাংকের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে তারা জানতে পেরেছেন, রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূতকরণের পরিকল্পনা নেয়া হয়েছে, যা সামঞ্জস্যপূর্ণ। তবে বেসরকারি মালিকানাধীন সিটি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক মার্জারের বিষয়ে যে আলোচনা হয়েছে, তা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক।

 

আরও পড়ুন: সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

 

স্মারকলিপিতে আরও বলা হয়, যেখানে রাষ্ট্রমালিকানাধীন বিডিবিএল ও রাকাব অন্য দুটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সঙ্গে মার্জ (একীভূত) হতে চলেছে, সেখানে রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংককে কেন বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে মার্জারের আলোচনা চলছে? মার্জারপ্রক্রিয়ায় কোনোভাবেই বৈষম্য কাম্য নয়।

 

কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপিতে বৈষম্যমূলক নীতি পরিহার করে বিডিবিএল ও রাকাবের মার্জারপ্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসিক ব্যাংককে অন্য একটি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে মার্জারের আবেদন জানানো হয়।

 

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সময় সংবাদকে বলেন, ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেবে মালিক পক্ষ। কর্মীরা নয়। তবে ব্যাংক একীভূত করা হলে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে।

 

এর আগে, গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। দুই ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন