‘সিচুয়েশন রুমে’ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা

২ সপ্তাহ আগে
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বর্তমানে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এই দুই ব্যক্তি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা। 

 

সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তারা রিপোর্ট করেন।

 

তবে পূর্বে ঘোষিত জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠক পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে কি না, তা স্পষ্ট নয়। 

 

আরও পড়ুন: মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর কী বললো কাতার

 

এদিকে আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

 

কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপ (মার্কিন ঘাঁটিতে হামলা)  বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি। ইরান কাতারের সাথে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’  

 

সূত্র: বিবিসি, আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন