সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে পাওয়া নিয়ে শঙ্কা

৩ সপ্তাহ আগে
বাফুফের দূরদর্শিতার ওপর নির্ভর করছে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমের বাংলাদেশের হয়ে খেল। এএফসি পোর্টালে নিবন্ধন এবং নিয়ম মেনে ফিফার কাছে আবেদন করা সম্ভব হলে নির্ধারিত সময়ের আগেই তাকে জাতীয় দলে পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, প্রয়োজনে সামিত সোমকে পেতে আসন্ন ফিফা কংগ্রেসে বাফুফে সভাপতি সরাসরি কথা বলবেন। এমনটাই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

স্পষ্ট ভাষায় চিঠি লিখে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন সামিত সোম। ১০ জুন সিঙ্গপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার এটা ছিল একেবারে প্রাথমিক পদক্ষেপ। এরপর প্রক্রিয়া এগিয়েছে অনেকদূর, তবে কাটেনি নির্ধারিত সময়ের আগেই সামিত সোমকে পাওয়ার শঙ্কা।

 

ফিফার ছাড়পত্র পেতে সামিত সোমের লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের সম্মতি। এনওসি পেতে বিধি মেনে অবেদনও করে রেখেছে বাফুফে। একই সঙ্গে চলছে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। এ জন্য ৩০ মে করা হয়েছে অনলাইন আবেদন।

 

এ বিষয়ে বাফুফে ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান বলেন, ‘আশা করি এ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সব ধরনের যোগাযোগ সম্পন্ন। আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি।’

 

আরও পড়ুন: বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

 

কানাডার হয়ে সামিত সোম দুটো ম্যাচ খেললেও সেগুলো পায়নি ফিফা টায়ার-ওয়ানের স্বীকৃতি। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেতে বাধ্যবাধকতাও কম। কানাডা সকারের এনওসি, বাংলাদেশি পাসপোর্ট আর বাবা অথবা মা’র বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্রই যথেষ্ট। এরপর নির্ভুল এবং সুস্পষ্ট আবেদনে মাত্র তিন কার্যদিবসেই মিলতে পারে ফিফা ছাড়পত্র।

 

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক এ বিষয়ে বলেন, ‘নিয়মগুলোর সঙ্গে মিলিয়ে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে দুই-তিনের মধ্যেও সম্মতিপত্র পেয়ে যেতে পারে। এটা নির্ভর করবে, কতটা স্পষ্ট করে বাফুফে চিঠিতে ফিফাকে জানাতে পারে এবং কতটা স্পষ্ট করে যোগাযোগ করতে পারে।’

 

সিঙ্গাপুর ম্যাচে সামিত সোমকে পেতে চাইলে ১০ মে'র মধ্যে এএফসি পোর্টালে নিবন্ধন করতে হবে নাম। সেই সুযোগ হাতছাড়া হলে লাস্ট অপশন ৩ জুন। এই দুটো তারিখ মিস করলে ফিফার ছাড়পত্র পেলেও আর কোনো উপায় থাকবে না।

 

আহমেদ শায়েক বলেন, ‘আমাদের শুধু পাসপোর্ট করলেই হবে না, খেলোয়াড় নিবন্ধনও করতে হবে। কারণ আমরা পাসপোর্ট প্রক্রিয়া করলাম, ফিফার অনুমতি নিলাম, কিন্তু ম্যাচের জন্য নিবন্ধন-ই যদি করতে না পারি, তাহলে কাগজ আসলেও খেলতে পারবে না।’

 

আরও পড়ুন: ইতিহাসের দীর্ঘতম ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা

 

১৫ মে প্যারাগুয়েতে বসবে ফিফা কংগ্রেস। যেখানে অংশ নেবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সামিত সোমকে পেতে নির্ধারিত অফিসিয়ালের সঙ্গে প্রয়োজনে সেখানে তিনি কথা বলবেন বলেও জানিয়েছে ফুটবল ফেডারেশন।

 

সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ওখানে উনি (বাফুফে সভাপতি) ব্যক্তিগতভাবে ফিফার যে কনসার্ন টিম আছে, তাদের সঙ্গে দেখা করে অনুরোধ করবেন। ফিফায় তো আমাদের আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করতে পারি যেন তারা তাড়াতাড়ি করে।’

 

২ মে কাভালরি এফসির হয়ে ম্যাচ খেলতে ক্যালগেরি থেকে টরন্টো যাবেন সামিত সোম। সেদিনই বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে তার।

]]>
সম্পূর্ণ পড়ুন