সিঙ্গাপুরে ৩৫.৭ কেজি গন্ডারের শিং জব্দ

১ সপ্তাহে আগে
পাচারের চেষ্টাকালে ৩৫.৭ কেজি ওজনের গন্ডারের শিং জব্দ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। সেই সঙ্গে অন্যান্য প্রাণীর হাড়, দাত ও নখ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৭০ ডলার। এটা সিঙ্গাপুরে ধরা পড়া এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলে মনে করা হচ্ছে।

চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন মতে, গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর হয়ে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন যাচ্ছিল গন্ডারের শিংগুলো। তবে চাঙ্গি বিমানবন্দরের একটি এয়ার কার্গো হ্যান্ডলার এসএটিএস গ্রুপ পূর্বেই পুলিশকে ওই চালানটির ব্যাপারে সতর্ক করে দেয়।

 

আটক করা চালানে ২০টি গন্ডারের শিং জব্দ করা হয় যার ওজন ৩৫.৭ কেজি (৭৮.৭ পাউন্ড)। যা এ যাবৎকালে আটক হওয়া সবচেয়ে বড় চালান। 

 

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কস বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘এটি সিঙ্গাপুরে গন্ডারের শিং জব্দের সবচেয়ে বড় ঘটনা। এর আগে ২০২২ সালে ৩৪.৭ কেজি (৭৬.৫ পাউন্ড) গন্ডারের শিং জব্দ করা হয়।’

 

আরও পড়ুন: জাপানে ভাল্লুকের আক্রমণ ঠেকাতে ‘শিকারি ড্রোন’ মোতায়েন

 

এছাড়া ওই চালানে প্রায় ১৫০ কেজি (৩৩০ পাউন্ড) অন্যান্য অজ্ঞাত প্রাণীর হাড়, দাত ও নখসহ অন্যান্য অংশ পাওয়া যায়। জব্দ হওয়া অজ্ঞাত প্রাণীর অংশগুলোর প্রজাতি নির্ধারণে কাজ করছে কর্তৃপক্ষ।

 

বৈধ অনুমতি ছাড়া সিঙ্গাপুরের মধ্যদিয়ে বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণী পরিবহনে আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশন (সিআইটিইএস) এর অধীনে শাস্তির বিধান রয়েছে। প্রতিটি নমুনার জন্য ২ লাখ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা অথবা নমুনার বাজারমূল্য এবং অথবা আট বছরের কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন